Latest News

6/recent/ticker-posts

Ad Code

কিষাণ নিধিতে ভাগচাষি ও ক্ষেতমজুরদেরও যুক্ত করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী



কিষাণ নিধিতে ভাগচাষি ও ক্ষেতমজুরদেরও যুক্ত করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী 




প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে ক্ষেতমজুর ও ভাগচাষীদেরও যুক্ত করার দাবি মুখ্যমন্ত্রী মমতার। এদিন বিধান সভায় ভাষণ দিতে গিয়ে এই দাবি তোলার পাশাপাশি প্রধানমন্ত্রীকে তোপ দাগেন। এদিন প্রধানমন্ত্রীকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, "মোদী মিথ্য়ে কথা বলছেন। মিথ্যে বলা মোদীর অভ্যাস হয়ে গিয়েছে।"



বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, "আমি চাই ভাগচাষিরাও টাকা পাক। কিন্তু ওদের প্রকল্পে তো ২ একর জমি যাদের রয়েছে, সেই কৃষকরা টাকা পাবে।'' মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রের কাছে তথ্য চাইলেও সেই তথ্য দেওয়া হয়নি। এনিয়ে তিনি বলেন, ''আমরা বলেছিলাম আপনাদের কাছে যে তথ্য আছে, সেটা দিন। কিন্তু ডেটা দেয়নি। ওরা স্টেট পোর্টালে কৃষকদের হিসাব দেয়নি। নিজেদের পোর্টালে আলাদা করে হিসেব নিয়েছেন। আমরা বলেছিলাম, আমরা একবার সার্ভে করে দেখি।"



মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, "কেন্দ্র ৬ লক্ষ কৃষকের নামের তালিকা দিয়েছে। আমরা আড়াই লক্ষ সার্ভে করে দিয়েছি। আমরা বলেছি প্রতিদিন এক লক্ষ করে সার্ভে করে দেব। আমি একথা জানিয়ে বার বার চিঠি দিয়েছি।" প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিও তুলে দেখান মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code