এক নেতা বন সুন্দরী স্কিমে দুর্নীতি করেছে, নির্বাচন ঘোষণা হলেও তদন্ত চলবে : মমতা



উত্তরবঙ্গের তিন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির তৃণমূল কর্মীদের নিয়ে আজ আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে কর্মিসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলাতেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে তবে এদিন বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দল ভুলে একযোগে লড়াইয়ে নামার নির্দেশ দেন নেত্রী। এছাড়া উত্তরের হারানো জমি পুনরুদ্ধারে পূর্বের কাজের খতিয়ানও দেন মমতা। এদিন বেসুরোদের জন্যও বার্তা দেন তিনি। ‘যারা লোভী, ভোগী তাঁদের জন্য রাস্তা খোলা, চলে যান’ এমনই বার্তা দেন মমতা। 




এদিনের সভা থেকে সদ্য দল ত্যাগ করা রাজীব বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। এতদিন দ্বন্দ্ব চলছিল। তবে মমতা বা রাজীব কেউই একে ওপরকে প্রকাশ্যে কোনও কথা বলেননি। কিন্তু এদিন নাম করেই তোপ দাগলেন মমতা। তিনি বলেন, "আমি জানি যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমাদের সঙ্গে ছিল, বন সহায়ত স্কিমে আমাদের সঙ্গে থাকা এক নেতা কারসাজি করেছে। আমার কাছে অনেকে এই অভিযোগ করেছে।"




গতকালও একটি সভা থেকে নাম না করে মমতার বিরুদ্ধে তোপ দেগে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার কেন্দ্রের সঙ্গে অকারণ ঝগড়া করে বাংলার মানুষকে সুযোগ-সুবিধে থেকে বঞ্চিত করছে। রাজীবের আরও বক্তব্য, 'কৃষক সম্মাননিধি প্রকল্প বাংলায় আনতেই দেননি উনি। ঝগড়া করে কেন্দ্রের সাহায্য না নিয়ে বাংলাকে বঞ্চিত করলেন তিনি। বিরোধীদের কন্ঠরোধ করছেন তিনি।' আর আজ মমতা তোপ দাগলেন।