পদ্মশিবিরকেও বেশ 'বড়সড় ধাক্কা' দিল ঘাসফুল! তৃণমূলে যোগদান মুকুলের ঘনিষ্ঠ আত্মীয়ের
সামনেই বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলকে ভাঙতে ব্যস্ত বিজেপি। ঘাসফুল শিবির ছেড়ে একে একে একাধিক নেতা মন্ত্রী যোগ দিয়েছে বিজেপিতে। শুভেন্দু অধিকারী, সুনীল মন্ডল, শীলভদ্র দত্ত, রাজীব বন্দ্যোপাধ্য়ায়, বৈশালি ডালমিয়া, রথীন চক্রবর্তী, দীপক হালদারের মতো উচ্চ নেতৃত্ব দল ছেড়েছে। তবে এবার পদ্ম শিবিরকে বড় ধাক্কা দিল ঘাসফুল শিবির। আজ তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা মুকুল রায়ের শ্যালক সৃজন রায়।
আজ তৃণমূল ভবনেই তৃণমূলে যোগদান করেন তিনি। তাঁর হাতে ঘাসফুল পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। বিধানসভা ভোটের আগে মুকুল রায়ের শ্যালককে দলে টেনে তৃণমূল যে পাল্টা চাল দিল, তা বলাই বাহুল্য। তৃণমূলে যোগ দিয়ে সৃজন রায় বলেন, "এটা একেবারেই পরিবারতন্ত্র নয়। মুকুল রায়ের আত্মীয় বলে আলাদা কিছু নয়। আমি দীর্ঘদিন ধরে বুথ স্তরে, ব্লক স্তরে কর্মীদের নিয়ে কাজ করেছি। এটা আমার চেনা মাঠ। সেই মাঠেই আবার নেমে পড়ব। কোনও অসুবিধা হবে না।"
এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রকে নিশানা করে CAA নিয়ে তোপ দাগেন ব্রাত্য বসু। পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনখড়ের 'রাজ্যে রাষ্ট্রপতি শাসন' চাওয়ার প্রসঙ্গেও কড়া সমালোচনা করেন তিনি। বিজেপির রথযাত্রা কর্মসূচিকেও কটাক্ষ করতে ছাড়েননি ব্রাত্য বসু। এপ্রসঙ্গে তিনি বলেন, বলেন, "লালকৃষ্ণ আডবাণী যিনি রথযাত্রা শুরু করেছিলেন, তাকেই বিজেপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে!" আরও বলেন, "রথযাত্রা করছেন, অথচ চৈতন্যের নাম নিচ্ছেন না! এখানে চৈতন্যকে অপমান করতে পারবেন না।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊