অনুষ্ঠিত হলো কামতাপুরী সাংস্কৃতিক মহা উৎসব


ময়নাগুড়িঃ 



উত্তরবঙ্গের আদি জনগোষ্ঠী কামতাপুরী জন গোষ্ঠী। তাদের কৃষ্টি সংস্কৃতি ভাষাকে বাঁচিয়ে রাখতে ইতি মধ্যেই উদ্যোগী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তৈরি করে দিয়েছেন কামতাপুরী ভাষা একাডেমি। আর এই একাডেমির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। 



পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের সহযোগিতায় এবং কামতাপুরী ভাষা একাডেমির উদ্যোগে ময়নাগুড়িতে অনুষ্ঠিত হলো কামতাপুরী সাংস্কৃতিক মহা উৎসব। বুধবার ময়নাগুড়ির চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের হলহলিয়া তে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 



জানা যায় দুই দিন ধরে চলবে এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে থাকবে কামতাপুরী সংস্কৃতির গান, বাজনা, নাচ প্রভৃতি। উত্তরবঙ্গের আদি ইতিহাস, সংস্কৃতি ক্রমশ হারিয়ে যেতে বসেছে। আর তাকে পুনরায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছেন কামতাপুরী ভাষা একাডেমি বলে জানিয়েছেন ভাষা একাডেমির সদস্যরা ।