Latest News

6/recent/ticker-posts

Ad Code

টানা সাতদিন মূল‍্য বৃদ্ধি জ্বালানির, সেঞ্চুরির পথে পেট্রোল

 


টানা সাতদিন মূল‍্য বৃদ্ধি জ্বালানির, সেঞ্চুরির পথে পেট্রোল 



ফের মূল‍্য বৃদ্ধি জ্বালানির। এনিয়ে টানা সাতদিন বৃদ্ধি পেলো জ্বালানির মূল‍্য। কেন্দ্রীয় বাজেট ঘোষনার পর জ্বালানির মূল‍্য বৃদ্ধি হতে পারে বলেই মনে করা হচ্ছিল আর তাই ঘটলো। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা বেড়ে দাম হলো ৯০ টাকা ২৫ পয়সা। অন‍্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বেড়ে মূল‍্য হল ৮২ টাকা ৯৪ পয়সা।



৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৮.৬৩ টাকা, ডিজেল ৮১.০৬ টাকা ১০ই ফেব্রুয়ারি বুধবার পেট্রোলের দাম বেড়ে হয় ৮৮.৯২ টাকা, ডিজেলের দাম বেড়ে হয় ৮১.৩১ টাকা। ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পেট্রোলের দাম ছিল ৮৯.১৬ টাকা, ডিজেল ৮১.৬১ টাকা। ১২ই ফেব্রুয়ারি শুক্রবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৯.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৮২.৩৩ টাকা। ১৩ই ফেব্রুয়ারি শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৯.৭৩ টাকা এবং ডিজেলের দাম ৮২.৩৩ টাকা। ১৪ই ফেব্রুয়ারি রবিবার পেট্রোলের দাম ছিল লিটারে ৯০ টাকা ১ পয়সা। আর ডিজেলের দাম ছিল ৮২ টাকা ৬৫ পয়সা। আজ তা আরো বেড়ে পেট্রোল ৯০ টাকা ২৫ পয়সা এবং ডিজেলের মূল‍্য ৮২ টাকা ৯৪ পয়সা হয়েছে।




লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও শুল্ক কমাতে রাজি নয় কেন্দ্র। যে গতিতে দাম বাড়ছে তাতে ভোটের আগেই সেঞ্চুরি পূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে কোচবিহারে পেট্রোলের মূল‍্য ৯১.২৮ টাকা এবং ডিজেলের মূল‍্য ৮৩.৮৯ টাকা। পেট্রোল ডিজেলের মূল‍্য বৃদ্ধি দেখে মাথায় হাত আমজনতার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code