Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক ও অশিক্ষক কর্মীসহ রাজ্যের সব সরকারি কর্মীকে করোনার টিকা দেওয়া হবেঃ মুখ্যসচিব



শিক্ষক ও অশিক্ষক কর্মীসহ রাজ্যের সব সরকারি কর্মীকে করোনার টিকা দেওয়া হবেঃ মুখ্যসচিব



রাজ্যের সব সরকারি কর্মীকে করোনার টিকা দেওয়া হবে জানালেন রাজ্যের মুখ্যসচিব আলাপণ বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি সরকারি স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও ভ্যাকসিন দেওয়া হবে বলে নবান্নে জানান এদিন। বৃহস্পতিবার সব জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকে তিনি সরকারি সিদ্ধান্তের কথা জানান।




সম্প্রতি সমস্ত ভোট কর্মীদের করোনার টিকা দেওয়ার কথা জানান নির্বাচন কমিশন। এমনকি রাজ্য গুলিকে ভোট কর্মীদের টিকা দেওয়ার ব্যবস্থা করার কথা রাজ্যকে জানিয়েছে কমিশন। রাজ্যে সরকারি কর্মীর সংখ্যা প্রায় সাড়ে ৯ লক্ষ। কত দিনের মধ্যে তাঁদেরকে টিকা দেওয়া হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি নবান্নের তরফে।




প্রসঙ্গত, গত ১৬ই জানুয়ারি থেকে সারা দেশ জুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ধাপে ধাপে টিকাকরণের প্রক্রিয়া চলছে। পরের ধাপে টিকা দেওয়া শুরু হয়েছে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code