কৃষক আন্দোলনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযান, গন স্বাক্ষর অভিযান CPI(M) এর 




দেশজুড়ে কৃষক আন্দোলনের সমর্থনে সি.পি.আই (এম) কোচবিহার জেলা কমিটির ডাকে চলছে বাড়ি বাড়ি প্রচার অভিযান। আজ বামনহাট এরিয়া কমিটি কিশামত দশগ্রামে, হোকাদহ, ছাট্ গোপালগঞ্জ, গোপালগঞ্জ, খেড়বাড়ীহাটে কর্মসূচি। 



এদিনের কর্ম সূূূচিতে অংশ নেন সি.পি.আই (এম) কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন রাজসভার সাংসদ তারিনী রায়, বর্ষিয়ান সি.পি.আই (এম) নেতা তারা সাধন সিংহ, সি.পি.আই (এম) জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস, স্থানীয় সি.পি.আই (এম) নেতা রণজিৎ বর্মন, তাপস বর্মন, সুনীল বর্মন, কালী কৃষ্ণ বর্মন প্রমুখ। সি.পি.আই (এম) নেতৃত্বেরা 



মানুষের কাছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের জনবিরুধী নীতি গুলো সবিস্তারে তুলে ধরেন। মানুষের মধ্যে ব্যপক সাড়া লক্ষ করা যায়। আগামী ২৮শে ফেব্রুয়ারি বাম- কংগ্রেসের যৌথ বিগ্রেডে প্রচারও এক যোগে চলছে। সেই সঙ্গে গণস্বাক্ষর চলছে অভিযান। 


প্রসঙ্গত, কেন্দ্রের প্রণীত নয়া কৃষি আইনের বিরোধীতায় দিল্লী জুড়ে আন্দোলন চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক সংগঠনগুলি। একাধিকবার কেন্দ্রের সাথে  বৈঠক হলেও মেলেনি সুরাহা। এদিকে বিরোধী দলগুলিও প্রথম থেকে নয়া কৃষি আইনের বিরোধীতা করে আসছে। তারপরেই, কৃষি আইন বাতিল করতে রাজি নয় কেন্দ্র। তারপরেও বারে বারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সকল বিজেপি নেতাই কৃনি আইনের পক্ষে সওয়াল করেছেন।