রেশন ডিলারদের জন‍্য সুখবর, বাড়ল নবীবকরনের মেয়াদ, কমল নতুন রেজিস্ট্রেশনের মূল‍্য



এবার রেশন ডিলারদের জন‍্য সুখবর শোনালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। রেশন ডিলারদের লাইসেন্স রিনিউ করা বা নবীকরণের সময় বাড়ানোর ঘোষনা দিলেন মুখ‍্যমন্ত্রী। নবীকরণের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করে দিলেন তিনি। পাশাপাশি কমে গেল নতুন রেশন লাইসেন্স করার ফি-ও। নতুন লাইসেন্স করতে গেলে আগে লাগত ৫ লাখ টাকা। এখন থেকে তা কমে হচ্ছে ২ লাখ। আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডরেশনের রাজ্য সম্মেলনে যোগ গিয়ে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 



এদিন মুখ্যমন্ত্রী রেশন দোকানের প্রশংসা করে বলেন, "করোনার সময়ে আমি অনেক রেশন দোকানে গিয়েছি। আপনারা ভালো কাজ করেছেন।" শুধু প্রশংসাই নয় পাশাপাশি, রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়েও সতর্ক করেন ডিলারদের। তিনি বলেন, "অনেক সময়েই দেখা যাচ্ছে যে, ১০০ জন উপভোক্তার মধ্যে হয়তো ৫ জন রেশন নিলেন না। কিন্তু সেই ৫ জনের নামও নথিভুক্ত হয়ে যাচ্ছে। তাঁদের প্রাপ্য রেশন বিক্রি করা হচ্ছে বাজারে। এমনটা যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে হবে।" একইসঙ্গে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, 'দু-একটা ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে।' 




এই সম্মেলনেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্ধ্র্প্রদেশ, উত্তরপ্রদেশ থেকে বিপুল পরিমাণ চাল কেনে। লাখ লাখ টন চাল কেনে। কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কেনে মোটে ৬৯ হাজার টন।" এদিকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সেই চাল 'পচা' বলেও তোপ দাগেন তিনি।