'গো ব্যাক মোদী'- বিতর্কিত টুইট করে সমস্যায় অভিনেত্রী
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিলনাড়ু সফরের আগে 'গো ব্যাক মোদী' স্লোগান টুইট করে বিতর্কে জড়ালেন তামিল অভিনেত্রী ওভিয়া। যা নিয়ে চলছে জোরদার আলোচনা। উঠছে প্রশ্নও কেন এমনটা করলেন অভিনেত্রী। 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে মানুষকে কেন উসকে দেওয়ার চেষ্টা করলেন উঠছে এমন প্রশ্নও। ওভিয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগও।
গত ১৩ ফেব্রুয়ারি 'গো ব্যাক মোদী' স্লোগান দিয়ে টুইট করেন ওভিয়া।
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021
দক্ষিণী অভিনেত্রী ওভিয়ার বিরুদ্ধে তামিলনাড়ু বিজেপি সভাপতি ডি অ্যালেক্সিস সুধাকর ভারতীয় দণ্ডবিধির ৬৯-এর এ, ১২৪-এর এ, ১৫৩-র এ এবং ২৯৪ ধারায় অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই এনিয়ে শোরগোল শুরু হয়েছে।
তামিল, মালায়লম, কন্নড়-সহ দক্ষিণের বেশ কয়েকটি ভাষার ছবিতে অভিনয় করতে দেখা যায় ওভিয়াকে। বিগ বস তামিলেও অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে। বিগ বসে হাজির হয়ে ২০১৭ সালে সবচেয়ে চর্চিত প্রতিযোগী হিসেবে নাম উঠে আসে ওভিয়ার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊