Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরতের বিশেষ বন্ধু অভিনেতা যশ! চলছে জল্পনা




বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরতের বিশেষ বন্ধু অভিনেতা যশ! চলছে জল্পনা 





২০২১ বিধানসভার প্রাক্কালে দল বদল অব‍্যাহত। এদিকে, সম্প্রতি শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দিতে চলেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত। বিজেপি সূত্রে তেমনটাই খবর। যদিও এনিয়ে এখোনো মুখ খোলেননি যশ। সূত্রের দাবি, আজকেই শুধু যশ নয় যশের পাশাপাশি আরও বেশ কয়েকজন বিশিষ্ট এবং সেলিব্রিটি বিজেপিতে যোগ দিতে পারেন। মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়র নেতৃত্বেই এই যোগদান হতে পারে। যদিও অফিশিয়ালি বিজেপি এখোনো কোনো কিছু জানায়নি। 




অভিনেত্রী সায়নী ঘোষও যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়। যোগ দিতে পারেন সৌমিলি বিশ্বাসও। এই জল্পনার তালিকায় আছে হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারীও। খবর বিজেপি সূত্রে। সূত্রের খবর, আজ শহরের এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে যোগদান হতে পারে। 




বিধানসভার আগে একে একে একাধিক নেতা মন্ত্রী তৃণমূল ত‍্যাগ করেছেন। ফলে রাজনৈতিক মহল মনে করছে বদলে যেতের ভোটের সমীকরণ। এদিকে টলিউড একাধিক হেভিওয়েট তারকার বিজেপিতে যোগদানের জল্পনায় তুঙ্গে রাজ‍্য রাজনীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code