'চৌরী চৌরা' শতবর্ষ, ৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠানের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী 



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের গোরখপুরে আগামী ৪ ফেব্রুয়ারি 'চৌরী চৌরা' শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করবেন। ওই দিন বেলা এগারোটায় তিনি ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে। উত্তরপ্রদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ৭৫ টি জেলায় এক বছর ধরে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে 'চৌরী চৌরা' ঘটনার শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ওই দিন একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ উপস্থিত থাকবেন।



করোনা সংক্রমণের জেরে বিপর্যস্ত বিশ্বে এখন সবটাই ভার্চুয়াল। যেন করোনাই সব কিছুকে নেট নির্ভর করেছে। করোনা দাপট থেকেই সরকারি বেসরকারি বহু অনুষ্ঠান ভার্চুয়ালি হচ্ছে। এমনকি অনুষ্ঠানের শুভ সূচনা থেকে সব কিছুই।  'চৌরী চৌরা' শতবর্ষ অনুষ্ঠানের ক্ষেত্রেও ঠিক তাই। উদ্বোধন হবে ভার্চুয়ালি।