CBSE -এর দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি প্রকাশ করলো বোর্ড 



CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি প্রকাশ হল আজ। সিবিএসই এর সরকারী ওয়েবসাইটে সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুসারে ৪ মে থেকে ১০ জুনব পর্যন্ত চলবে পরীক্ষা। শুধু সূচিই নয় ফলাফল প্রকাশের তারিখও ঘোষনা করা হয়েছে। ফলাফল প্রকাশ হবে ১৫ই জুলাই। 




এ বছরের মে থেকে জুন পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা চলবে বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পাশাপাশি পরীক্ষা অফলাইন মোডে হবে এবং ৩৩ শতাংশ প্রশ্ন থাকবে ইন্টারনাল চয়েসের। 



উল্লেখ‍্য, করোনা সংক্রমণের জেরে কমানো হয়েছে সিলেবাস। সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। 




পরীক্ষাীর্থীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করেছেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। সাথে জুড়ে দিয়েছেন পরীক্ষা সূচিও। তিনি ছাত্রছাত্রীদের জন‍্য লিখেছেন, 'Wish you a good luck' ।