চোখের আলো প্রকল্প চলছে ময়না ব্লকে



পুর্ব মেদিনীপুর,সুজিত মণ্ডল



পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর উদ্যোগের পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দু'নম্বর অঞ্চলে অনুষ্ঠিত হল বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবির। পশ্চিম বঙ্গের মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গুলির মধ্যে অন্যতম হলো চোখের আলো।



চক্ষু চিকিৎসায় নতুন আলোর দিশা চোখের আলো।সরকারের এই প্রকল্পের মূল মন্ত্র হলো "উন্নত দৃষ্টি ,উন্নত বাংলা" ; "সবার সুস্থ চোখ ও সুস্থ দৃষ্টি আমাদের দায়বদ্ধতা,আমাদের অঙ্গীকার"। 45 বছরের ঊর্ধ্বে যাদের দৃষ্টি শক্তির সমস্যা আছে কেবল তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।



ময়নার 2 নম্বর অঞ্চলে এই প্রকল্পের শিবির শুরু হয় সকাল 10 টা তে,চলেবে বিকাল 4 টে পর্যন্ত।কেউ কেউ এতে যেমন খুশি হয়েছেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসংশা করেছেন,কেউ কেউ আবার নিরাশ হয়েছেন।তারা চক্ষু পরীক্ষক ডাক্তারদের ভালো করে না দেখার  অভিযোগ করেছেন।