Latest News

6/recent/ticker-posts

Ad Code

মেয়ের প্রথম জন্মদিনে অভিনব উদ্যোগ দিনহাটার মানিক আচার্যীর



মেয়ের প্রথম জন্মদিনে অভিনব উদ্যোগ দিনহাটার মানিক আচার্যীর



মেয়ের প্রথম জন্মদিনে অভিনব উদ্যোগ নিয়ে দুঃস্থদের এলাকাবাসীর পাশে দাঁড়ালেন সীমান্তবর্তী এলাকা দিনহাটার খারুভাজ এর মানিক আচার্যী। 





শনিবার ৬ ই ফেব্রুয়ারি দিনহাটা ২নং ব্লকের খারুভাজ এর বাসিন্দা মানিক আচার্যী এর কন্যা অ্যানা আচার্যীর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে এলাকার ১০১ জন দু:স্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। মানিক আচার্যীর স্ত্রী মৌমিতা আচার্যী, বাবা মিলন আচার্যী, ভাই মিন্টু আচার্যী সহ পরিবারের সকলে উপস্থিত ছিলেন সেখানে। কম্বল পেয়ে বেশ খুশি হয়েছেন সকলে।




মেয়ের জন্মদিন উপলক্ষে মানিক আচার্যী বলেন, অনেকদিন থেকেই ইচ্ছা ছিল গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। আজকের এই বিশেষ দিনটিকে বেছে নিয়েছি। ভবিষ্যতেও সাধারণ মানুষের সেবা করব। এখন খুব শীত তাই দুঃস্থ মানুষদের শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলাম।



অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। শীতবস্ত্র পেয়ে অসহায় প্রত্যেকটি মানুষ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code