৫০ উর্ধ্ব মানুষদের টিকাকরণ সামনের মাসেই, জানাল স্বাস্থ্য মন্ত্রক
তৃতীয় দফায় করোনা ভ্যাকসিন প্রয়োগের ঘোষনা করলেন দেশের স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন। এবার দেশের ৫০ বছরের বেশী বয়সী মানুষদের টিকাকরণ করা হবে। কেন্দ্রীয় বাজেটে কোভিড টিকাকরণের জন্য ৩৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। প্রয়োজনে বাজেট বাড়ানোর কথাও ঘোষনা করেছে কেন্দ্র। মার্চ মাসে সারা দেশে প্রায় ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হতে পারে। ৫০ বছরের বেশি বয়সী ছাড়াও এক বা একাধিক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও টিকাকরণ হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রের ঘোষনা মতো ধাপে ধাপে চলছে দেশজুড়ে টিকাকরণ। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী এরপর বয়স্ক মানুষদের টীকাকরণ। সেই মতোই গত ১৬ই জানুয়ারি থেকে শুরু হয়েছে টিকাকরণ। এপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী টীকা গ্রহনের পর ১৮জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও সরকারের তরফে জানানো হয়েছে, তাঁদের মৃত্যুর জন্য করোনা টিকা কোনওভাবেই দায়ি নয়। যে দুটি ভ্যাকসিন-এর ব্যবহারিক প্রয়োগের অনুমতি দেয়েছে ড্রাগ কন্ট্রোলার, সেগুলি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক।
সামনের মাস থেকে তৃতীয় দফায় টিকাকরণ কর্মসূচি আরম্ভ হতে চলছে। তবে কোনো তারিখ জানানো হয়নি। তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊