এবার ডিজিটাল প্ল্যাটফর্মেও লাগাম টানতে চলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক!





OTT প্ল‍্যাটফর্মে রোমান্স থেকে যৌনতা, হিংসা সবেতেই অবাধ বিচরণ। কিন্তু সিনেমা মানেই সেন্সর বোর্ডের চোখ রাঙানি। রোমান্স, যৌনতা, হিংসা সর্বক্ষেত্রেই নিরিক্ষার অধীন। তবে এবার OTT প্ল‍্যাটফর্মেও লাগাম টানতে চলেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক! সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজের দৃশ‍্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ দায়ের পর্যন্ত হয়েছে থানায় তারপরেই নড়েচড়ে বসছে মন্ত্রক। 




কিছুদিন আগেই তাণ্ডব ওয়েব সিরেজ নিয়ে বিতর্কের ঝড় দেখা যায়। সইফ অভিনীত এই ওয়েব সিরিজে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে। সাথে সাথে মির্জাপুর ও ‘আ সুইটেবল বয়’-এর মতো একাধিক জনপ্রিয় ওয়েবসাইট নিয়ে ওঠে বিতর্কের ঝড়। মন্দিরে চুম্বনের দৃশ‍্য কিছুদিন আগে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাড়ায়। এমনকি প্রযোজক, অভিনেতা অভিনেত্রী থেকে ডিজিট‍্যাল প্ল‍্যাটফর্মের কর্তাদের নামেও অভিযোগ দায়ের হয় থানায়। 




কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, OTT প্ল্যাটফর্মে যে ছবি কিংবা সিরিজ মুক্তি পায়, তা প্রেস কাউন্সিল আইন, কেবল টেলিভিশন নেটওয়ার্ক (রেগুলেশন) আইন কিংবা সেন্সর বোর্ডের আওতায় পড়ে না। তবে এধরনের বিতর্ক যাতে ভবিষ্যতে এড়ানো যায়, তা জন্য আমরা শীঘ্রই নতুন গাইডলাইন আনব।”