Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার Paperless বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী



এবার Paperless বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী 



কেন্দ্রীয় বাজেট ২০২১ এবার পেপারলেস। Paperless কেন্দ্রীয় বাজেট পেশ করবেন যা ট‍্যাবের মাধ‍্যমেই বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোভিড পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। 



প্রতি বছর প্রায় ১০০ জন কর্মী দুসপ্তাহ ধরে দিনরাত এক করে কাজ করে অর্থমন্ত্রকের নিজস্ব প্রেসেই বাজেটের কাগজ প্রিন্ট করেন। কিন্তু এবছর করোনার ভয়াল থাবা। শুধু কাজ নয় এই ১০০জন কর্মীকে একসঙ্গে সেখানেই থাকতে হয়। ফলে এবার পেপারলেসের পথে হেঁটেছে কেন্দ্র। 



করোনা মহামারির জেরে এবার তলানিতে অর্থনীতি। বিপর্যস্ত মানুষ। বিগত দুই ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধিতে রেকর্ড সঙ্কোচনের জেরে প্রথমবার মন্দা দেখল দেশ। রুজিরুটি হারিয়েছেন কোটি কোটি মানুষ। বন্ধ হয়ে গেছে বহু ছোট–বড় ব্যবস্থা। রাজকোষ ঘাটতি আকাশ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে নজর কেন্দ্রীয় বাজেটে। অর্থনীতির রথের চাকায় গতি ফেরাতে বহু সমস্যার জট ছাড়াতে হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। বিশেষজ্ঞদের মত, এই পরিস্থিতিতে খরচ বাড়িয়ে সরকার আরও ত্রাণের ব্যবস্থা করলে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code