পালিত হচ্ছে ৩২তম 'SAFE DRIVE SAVE LIFE' Road Safety Week
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথ সুরক্ষা নিয়ে মানুষকে সচেতন করে প্রাণ রক্ষার কাজ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই I প্রত্যেক বৎসরের মতো ২০২১ সালেও ৩০শে জানুয়ারী থেকে ১৪ই ফেব্রুয়ারী পর্যন্ত সারা কোচবিহার জেলা জুড়ে পালিত হচ্ছে ৩২ তম " SAFE DRIVE SAVE LIFE " সপ্তাহ I
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. কে কানন, আইপিএস, সুপার ইন্টেন্ডেন্ট অফ পুলিশ, কোচবিহার, পবন কাদিয়ান, আইএএস, জেলাশাসক, কোচবিহার, কে সানি রাজ, আইপিএস, অ্যাডিশনাল এসপি, রবীন্দ্রনাথ ঘোষ, মাননীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর (পঃব) , পার্থপ্রতিম রায় (প্রাক্তন এম পি ) সহ ৫টি মহকুমার উচ্চপদস্ত পুলিশ আধিকারিকরা। এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় সপ্তাহ ব্যাপী নানা প্রকার ট্রাফিক সচেতনতার কর্মসূচি I
আগামী ১৫ দিন ধরে এই কর্মসূচি জেলার প্রত্যেকটি থানার গ্রামে গঞ্জে হাটে বাজারে এবং জাতীয় সড়ক , রাজ্য সড়ক ও বড় রাস্তার ধারে অবস্থিত বিভিন্ন স্কুল গুলিতে চলতে থাকবে I বিভিন্ন যান বাহন চালকদের নিয়ে হবে ট্রাফিক সচেতনতা মূলক কর্মশালা I বিশেষ করে গ্রামের যে রাস্তাগুলি বড় বড় রাস্তায় এসে মিলিত হয় সেই সমস্ত মোড়গুলিতে হবে পথসভা I ২০২১ সালে সব রকম প্রচেষ্টার মাধ্যমে দুর্ঘটনার হার কমাতে কোচবিহার জেলা পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ ও সদা তৎপর বলেই জানিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊