৯ই মার্চ বিশেষদিনেই অনন‍্য সম্মান পাচ্ছেন গাভাসকার



৯ই মার্চ গাভাস্কারের জীবনের একটি অন‍্যতম দিন হতে চলেছে। ৯ই মার্চেই পেতে চলেছেন অনন‍্য সম্মান। সুনীল গাভাসকারের আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পনের ৫০ বছর পূর্ণ হচ্ছে তাই এবার গাভাসকরকে বিশেষ সম্মানে ভূষিত করা হবে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে স্টেডিয়ামে গাভাসকরের নামে স্থায়ী বক্স-এর উদ্বোধন করছে। 




শনিবার ওয়াংখেড়েতে সেই বক্স ঘুরেও দেখেছেন, ১০-১২ সিটের সেই বক্স দেখে তিনি আপ্লুত হয়েছেন। এমসিএ-র কর্তা বিজয় পাতিল বলেছেন, ''গাভাসকর অবসর নেওয়ার পর ১৯৮৮ সালে বম্বে ক্রিকেট অ্যাসোসিয়েশন-এর সভাপতি এস কে ওয়াংখেড়ে এই স্টেডিয়ামে জেআরডি টাটা, লতা মঙ্গেশকর ও গাভাসকরের নামে প্যাভিলিয়নে দুটি করে সিট সংরক্ষণ করেছিলেন। এবার গাভাসকরকে আরও বড় সম্মানে ভূষিত করবো। এটা আমাদের কাছে গৌরবের ব্যাপার।''




১৯৭১ সালের ৬ই মার্চ এর বিরুদ্ধে পোর্ট অফ স্পেনে তিনি টেস্টের দুই ইনিংসে ৬৫ ও ৬৭ রানের ইনিংস খেলেছিলেন। সেবার সিরিজে তিনি ৭৭৪ রান করেছিলেন। অভিষেক সিরিজে যা যে কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান এটি।