ময়না তে বিজেপি মহিলা মোর্চার মাতৃশক্তি সম্মেলন অনুষ্ঠিত হলো।


পূর্ব মেদিনীপুর, সুজিত মন্ডল




আজ পূর্ব মেদিনীপুর জেলার ময়নার 206 বিধানসভায় ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে মাতৃশক্তি সম্মেলন করা হয়।মহিলা মোর্চার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সভানেত্রী অপর্ণা নস্কর, রাজ্য সাধারণ সম্পাদিকা অমৃতা ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদিকা নীলিমা রাউল, জেলা সম্পাদিকা কৃষ্ণ সাঁতরা, কেন্দ্রীয় নেতৃত্ব বিষ্ণুদাস, ময়না বিধানসভার চার মন্ডলের সভা নেত্রীরা, সভাপতি রা ও সম্পাদক গণ। 




এই সম্মেলনে আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলাদের বেশি করে অংশগ্রহণ করার ডাক দেয়া হয় ।প্রতিটি বুতে অন্তত পাঁচজন সক্রিয় মহিলা নিয়ে কমিটি গঠন করার কথা বলা হয়। সম্মেলনের প্রত্যেক বক্তাই বর্তমান মহিলা মুখ্যমন্ত্রীর করা সমালোচনা করা হয় এবং ভারতের প্রধানমন্ত্রী র প্রশংসা করে তার উৎকৃষ্ট প্রকল্পগুলিকে জনসাধারণ কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।