ফের মাঠেই মৃত্যু ক্রিকেটের, তবে এবার বল লেগে নয় আচমকাই পড়ে গিয়ে মৃত্যুর কোলে
ক্রিকেট মাঠে ক্রিকেটারের মৃত্যুর খবর এর আগেও দেখেছে বিশ্ব। মাথায় বা বুকে, ঘাড়ে বল লেগে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। কিন্তু এবার আচমকাই মাটিতে পড়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হল এক ক্রিকেটারের। জানা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় ওই খেলোয়াড়। ননস্ট্রাইকে দাড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ বসে পড়েন এরপরেই মাটিতে পড়ে যান। আর মৃত্যু ঘটে তাঁর।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। জুন্নারে ৪৭ বছর বয়সী এক ক্রিকেটারের মাঠের মাঝেই বুকে ব্যাথা অনুভব করে, হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে। অটোপসি রিপোর্ট অনুযায়ী, সেই ক্রিকেটারের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।
ক্রিকেটারের নাম বাবু নলবাডে। তিনি স্থানীয় ক্রিকেট মাঠে পরিচিত মুখ। একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে এদিন এমন ঘটনা ঘটে। সে হঠাৎ পড়ে গেলে সকল খেলোয়াড় তাঁ পাশে ছুটে আসে। ততক্ষনে সব শেষ। সেই মুহুর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
पुणे : जाधववाडी (ता. जुन्नर) येथे स्थानिक क्रिकेट स्पर्धेत खेळताना महेश उर्फ बाबु विठ्ठल नलावडे (वय ४७,रा.धोलवड, ता. जुन्नर) या खेळाडूचा मृत्यू झाला. फलंदाजीसाठी मैदानात असतानाच हृदयविकाराच्या तीव्र झटका आल्याने महेश मृत्युमुखी पडला. #pune #Cricket #PuneNews pic.twitter.com/8pa4wfK5nJ
— sakalmedia (@SakalMediaNews) February 17, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊