Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগুড়ি দের ওবিসি করার দাবি,দাবি মানা নাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি আগুড়ি সম্প্রদায়ের




আগুড়ি দের ওবিসি করার দাবি,দাবি মানা নাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি আগুড়ি সম্প্রদায়ের 





১১তম দ্বি- বার্ষিকী সাধারন সভা থেকে আগুড়ি দের ওবিসি করার দাবি জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলো উগ্ৰক্ষত্রিয় সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটি।রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে উগ্ৰক্ষত্রিয় সমিতির ১১তম দ্বি বার্ষিকী সাধারন সভার আয়োজন করা হয়। 



সভায় উপস্থিত থাকেন পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ আগুড়ি সম্প্রদায়ের মানুষ জন।সভায় ওবিসি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।উগ্ৰক্ষত্রিয় সমিতির সম্পাদক কাঞ্চন সোম বলেন বহুপূর্বে আগুড়ি সম্প্রদায়ের মানুষেরা বহু সম্পত্তির মালিক ছিলেন।তারাচাষবাস ধর্ম কর্ম নিয়েই থাকতেন।বর্তমানে উগ্ৰক্ষত্রিয় সমাজের ছেলে মেয়েরা শিক্ষিত হয়েও তারা কোন চাকরীর সুযোগ সুবিধা পাচ্ছে না।তার কারন হিসেবে কাঞ্চন বাবু বলেন যে উগ্ৰক্ষত্রিয় সমাজের আর্থ নীতি অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে।



কাঞ্চন বাবু বলেন এর আগেও আমরা সরকারের কাছে ওবিসি করার দাবিতে জোড়ালো আন্দোলন করেছি। তাদের দবি মানা না হলে আগামী দিনে রাস্তায় নেমে আরো জোড়ালো আন্দোলনে নামার হুমকি দেন কাঞ্চন সোম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড.চিত্তরঞ্জন হাজরা, বিকাশ রায়চৌধুরী সহ আরো অনেকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code