Latest News

6/recent/ticker-posts

Ad Code

এই ভ্যালেন্টাইন্স ডে-তে কিউপিডের ভূমিকায় থাকবে হাই হাই

 এই ভ্যালেন্টাইন্স ডে-তে কিউপিডের ভূমিকায় থাকবে হাই হাই

 


ন্যাশনাল, ০8 ফেব্রুয়ারি ২০২১: আমরা যা যা করি, যা যা স্বাভাবিক বলে ধরে নিয়েছিলাম, সবই কোভিড-১৯ বন্ধ করে দিয়েছে। অতিমারিতে অনলাইন ডেটিং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পর্কগুলো পরীক্ষার মুখে পড়েছে। কেউ কেউ “সোশাল ডিস্ট্যান্সিং”-এর পরীক্ষায় পাশ করেছে, বাকিরা পারেনি।

 

এবারের ভ্যালেন্টাইন্স ডে-তে যারা প্রেম পেতে চায়, তাদের ঐ দিনটা উদযাপন করার জন্য বিশেষ মানুষটাকে খুঁজে পাওয়ার সব ব্যবস্থা করে রেখেছে ময়দানে নতুন আসা প্রাণবন্ত ইন্টার অ্যাকটিভ ডেটিং অ্যাপ হাই হাই। অ্যাপটাতে সিঙ্গলদের দৃষ্টি আকর্ষণ করার মত কিছু অনন্য ফিচার যোগ করা হয়েছে। এগুলোর জন্য মসৃণ কথোপকথন সম্ভব হবে। তাছাড়া একগুচ্ছ এমন পরিষেবা পাওয়া যাবে যার ফলে আকর্ষণীয় ডেটিং-এর অভিজ্ঞতা হয়।

 


· লাইকের সংখ্যার সীমা – এই ফিচার ইউজারদের এক দিনে একটা নির্দিষ্ট সংখ্যক লাইকের বেশি অনুমোদন করে না, ফলে ভেবে চিন্তে লাইক দিতে হয়। সেই সীমার বাইরে ইউজাররা এক দিনে যত ইচ্ছা লাইক কিনতে পারেন এবং নিজের পছন্দের ব্যক্তিকে পাঠিয়ে নিজের ইচ্ছার কথা জানাতে পারেন।

· ক্রাশ – এই ফিচার লাইকের থেকে আলাদা এবং বেশি মূল্যবান। যেমন কারোর যদি সত্যিই কোন একটা প্রোফাইলের উপর ক্রাশ থাকে এবং সে মনে করে ঐ ব্যক্তির তার ক্রাশ সম্পর্কে জানা উচিৎ, তাহলে সে ক্রাশ পাঠিয়ে তাকে জানাতে পারে।

· ফ্লার্টস্কার্ট – এই অনন্য ফিচারটা তাদের জন্য, যারা প্রথম প্রস্তাবটা পাঠাতে বা নিজের থেকে ‘হাই’ বলতে স্বচ্ছন্দ নয়। ফ্লার্টস্কার্ট এমন কিছু মেসেজের টেমপ্লেট দেয়, যা আমাদের মতে কথাবার্তা শুরু করার উপযুক্ত। ম্যাচ করার আগে সেই মেসেজ পছন্দের ইউজারকে পাঠানো যায়।

· ভি আই পি স্ট্যাটাস – নাম থেকেই বুঝতে পারছেন, এই ফিচার আপনাকে একটা ভি আই পি স্ট্যাটাস দেয় এবং এই প্ল্যাটফর্মের সবকিছুতে সম্পূর্ণ অধিকার দেয়। জানা কথা যে সকলের ক্রয় ক্ষমতা সমান নয়। এই ব্যবধান দূর করার জন্য ডেভেলপাররা অ্যাপের মধ্যে পরিষেবার আলাদা আলাদা সম্ভার রেখেছেন যেগুলো ইউজাররা কাজে লাগাতে পারেন।

· আপনার প্রোফাইল ফিচার বুস্ট করুন – এই ফিচার একজন ইউজারকে দিনের সবচেয়ে সক্রিয় ঘন্টাগুলোতে হাই প্রায়রিটি দেয়। এই সময়ে ঐ ইউজারের প্রোফাইল তার কাছাকাছি এলাকার অন্য ইউজারদের দেখানো হবে তার পছন্দ করা ফিল্টার অনুযায়ী।

 

শ্রী জিতেশ বিস্ত, সিইও, হাই হাই (মেওটিডা প্রাইভেট লিমিটেড) বললেন সত্যিকারের প্রেম খুঁজে পাওয়ার মূল মন্ত্রই হল পছন্দের মানুষটার সাথে যুক্ত হওয়ার দিকে প্রথম পা-টা বাড়ানো। হাই বলা এবং উত্তরে হাই শোনা। আমাদের অ্যাপ হাই হাই ঠিক এটাই করে। আমাদের অনন্য ফিচারগুলো সিঙ্গলদের একঘেয়ে ক্লিশে আর ম্যাচিং ক্রাইটেরিয়ার মত বিকল্পের বদলে কতকগুলো ব্যতিক্রমী বিকল্প জোগায়। সিঙ্গলদের ভালবাসার মানুষের সন্ধানে এই ভ্যালেন্টাইন্স ডে-কে এক বিশেষ দিন করে তুলতে আমরা উদগ্রীব।”

 

তাছাড়া এই অ্যাপের অনন্য বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক অ্যালগরিদম, যা এক বিস্তারিত রেজিস্ট্রেশন ফানেল দিয়ে সমস্ত প্রোফাইলের সত্যতা যাচাই করে যাতে সদস্যদের জন্য নিখুঁতভাবে মানিয়ে যায় এমন পার্টনার পাওয়া যায়। এর ইউজার ইন্টারফেসও সহজভাবে তৈরি করা হয়েছে, যাতে নিজের প্রোফাইল তৈরি করতে এবং নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে সুবিধা হয়। এখানে ইউজাররা শুধুমাত্র তাদের সাথেই যোগাযোগ করতে পারেন, যাদের আরেকজন ইউজার বাঁদিকে সোয়াইপ করেছেন। ফলে ফোরামটা মন খুলে কথা বলার পক্ষে সুরক্ষিত।

 

৪৭,০০০-এর বেশি মানুষ এর মধ্যেই আগস্ট ২০২০-তে গুগল প্লে স্টোরে লঞ্চ হওয়া এই অ্যাপের প্রেমে পড়ে গেছেন এবং সংখ্যাটা আরো বাড়ছে।

অ্যাপ ডাউনলোড করুন এখান থেকে: https://play.google.com/store/apps/details?id=com.gathihi

 

About HiHi:

 

Founded by Meotida Private Limited, HiHi commenced operations in India in 2019 and has successfully created a user friendly and clutter free platform for its users.  The app is a vibrant community of young and dynamic individuals seeking friendship and meaningful relationship through a digital medium. HiHi wishes to build a welcoming community of diverse people where every person online can find like-minded friends and enjoy fascinating and safe communication.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code