রাজ্য নির্বাচন কমিশনের পক্ষথেকে নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হতেই ছেঁড়া হচ্ছে পোস্টার। 




গত কাল বিকেলে রাজ্যের নির্বাচন কমিশন ঘোষনা করেন পশ্চিম বাংলার নির্বাচন দিনক্ষন। মোট আট দফায় ভোট হবে বাংলায়। নিয়ম অনুসারে নির্বাচন ঘোষনার পর রাজ্যের কোন সরকারী অফিসের দেওয়ালে এবং সরকারী অফিস সংলগ্ন এলাকায় কোনো রাজনৈতিক পোস্টার লাগানো যাবেনা। এবং নির্বাচন ঘোষণার পূর্বে যদি কোন রাজনৈতিক দলের ব্যানার ও পোস্টার লাগানো থাকে সেই সমস্ত ব্যানার ও পোস্টার খুলে ফেলতে হবে। তারই কাজ চলছে পূর্ব বর্ধমান জেলার সরকারী অফিস গুলোতে। 




জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল থেকে জেলার সমস্ত সরকারী অফিস গুলো থেকে খুলে নেওয়া হচ্ছে ব্যানার পোস্টার। কর্মীরা বলেন ওসি সাহেবের নির্দেশিকা মেনেই খোলা হচ্ছে ব্যানার পোস্টার।গোটা কোর্ট চত্বর জুড়ে চলছে ব্যানার পোস্টার খোলার কাজ।




প্রসঙ্গত, গতকাল বিকেল সাড়ে চারটায় মুখ‍্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ‍্যের নির্বাচন করে। এবারের নির্বাচন কোভিড বিধি মেনেই হবে। করোনাকালে ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে এক ঘন্টা। নির্বাচনী প্রচারে সীমিত লোকসংখ‍্যাসহ একাধিক বিধি নিষেধের কথা উল্লেখ করেন নির্বাচন কমিশনার।