প্রশিক্ষণ কেন্দ্রেই করোনার ভ্যাকসিন প্রদান ভোটকর্মীদের

প্রশিক্ষণ কেন্দ্রেই করোনার ভ্যাকসিন প্রদান ভোটকর্মীদের 



সামনেই বিধানসভা ভোট। করোনা পরবর্তী প্রথম ভোটে ভোটকর্মীদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই মতোই রাজ্য সরকারকে জানানো হয়েছে।  নবান্নের তরফে শুক্রবার সমস্ত জেলার জেলাশাসকদের নিয়ে রাজ্যের মুখ্যসচিব বৈঠক করেন। আর তারপরেই ৬ই মার্চের মধ্যে সমস্ত ভোট কর্মীদের টিকা দেওয়া শেষ করার নির্দেশ দেন তিনি।


আজ কোচবিহারের বিভিন্ন ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে ভোট কর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া হয়।  জানা গিয়েছে সমস্ত ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রেই ভ্যাকসিন প্রদান করা হবে। 


প্রথম থেকেই ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন ভোটকর্মীরা l দিনহাটা মহাবিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে আসা  এরকম এক ভোটকর্মী শিক্ষক দীপঙ্কর দাস জানান -"অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম ভ্যাকসিনের জন্য, ভ্যাকসিন নিয়ে আমি খুশি "


আর এক ভোট কর্মী বিপ্লব বর্মন জানান -"ভ্যাকসিন নিয়ে অযথা ভয় পাবার কিছু নেই, সব ভোটকর্মীদের এগিয়ে আসা উচিত এই ভ্যাকসিন নেবার জন্য "l



অনেক শিক্ষক ভোটকর্মীরা তাঁদের সোশ্যাল মিডিয়ায় ভ্যাকসিন গ্রহণের ছবি দিয়ে সকলকে উৎসাহিত করছেন ভ্যাকসিন নেবার জন্য l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ