স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন গুলিতে ভাড়া বৃদ্ধি করা হয়েছে কেন তার  ব্যাখ্যা দিলো রেলমন্ত্রক 





স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন গুলিতে যাতায়াত কারীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে বিভিন্ন স্থানেই প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত হয়েছে।   

এর পরিপ্রেক্ষিতে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের জন্য এই বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে এই কারণে যাতে অপ্রয়োজনে যাত্রীরা স্বল্প দূরত্বের ট্রেন গুলিতে যাতায়াত না করেন। অর্থাৎ তাঁদের নিরুৎসাহিত করতে। কেননা কোভিড এখনও রয়েছে। 

কয়েকটি রাজ্যে এখনো করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। অনেক রাজ্য ভিন রাজ্য থেকে আগত যাত্রীদের স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। তাদের রেল ভ্রমণ করতে নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রসঙ্গত কোভিড সংক্রমণ জনিত কারণে ভারতীয় রেল ২০২০ সালের ২২ মার্চ দেশব্যাপী লকডাউনের কারণে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। এরপর আস্তে আস্তে  ট্রেন চলাচল শুরু করলেও স্বল্প দূরত্বের ভাড়া অনেকটাই বেশি ধার্য করা হয়েছে। যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে সাধারণের মনে।