'রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-বিমা বিক্রির অপচেষ্টা' এবং 'দেশ বিরোধী' সাধারণ বাজেটের বিরুদ্ধে কনভেনশন
কেন্দ্রীয় সরকার বাজেট প্রস্তাব সুস্পষ্টভাবেই জনবিরোধী, রাষ্ট্রায়ত্ত্ব ক্ষেত্র বিরোধী-এমন অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হলো এলআইসি কর্মচারী, অফিসার ও এজেন্টরা। এদিন যৌথভাবে জলপাইগুড়ি শহরের কদমতলায় একটি কনভেনশন এর আয়োজন করে তারা।
কনভেনশনের প্রস্তাব পেশ করেন বিমা কর্মচারী আন্দোলনের নেতা শ্রী সৈকত চৌধুরী। প্রস্তাবক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তারা কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণ নীতির বিরোধিতা করেন। তারা বলেন যে, সামগ্রিকভাবে এই বাজেটে শিক্ষা - সাস্থ্য সহ সকল প্রকার সরকারী পরিষেবার ক্ষেত্রে সরকারি ভূমিকা সংকোচন করে মুনাফাকামি বেসরকারি হাতে জন জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে তুলে দেবার ব্যবস্থা করছে। বাজেট ঘোষণার মধ্য দিয়ে ব্যাংক বীমা ও রাষ্ট্রায়ত্ত অর্থনৈতিক সংস্থাসহ সামগ্রিক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের নির্বিচার বেসরকারিকরণের পরিকল্পনা ঘোষণা করেছে। বাজেটে বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের সীমা ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হয়েছে যার মধ্যে দিয়ে দেশের অভ্যন্তরীণ সঞ্চয়ের ওপর আধিপত্য কায়েম করবে বিদেশি সংস্থা গুলো। এলআইসির কাঠামো কে সম্পুর্ন পাল্টে দিতে কোনো সংশোধনী বিল না এনে বাজেট পাশের মধ্য দিয়েই এলআইসির শেয়ার বিক্রি করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
কনভেনশনের বক্তারা সাধারণ বাজেট কে বাতিল করার দাবি উত্থাপন করে বলেন যে দেশের যুবসমাজের স্বপ্নকে ধুলিস্যাৎ করবার পাশাপাশি কৃষক শ্রমিক কর্মচারী সহ সমস্ত স্তরের জনসাধারণের রুটি-রুজির ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে এই বাজেট এর মাধ্যমে।
কনভেনশন সর্বসম্মতিকর্মে বিকল্প আর্থিক নীতির পক্ষে প্রচার গড়ে তোলার প্রস্তাব গ্রহণ করে। কনভেনশন থেকে কৃষি আইন বাতিলের দাবি উত্থাপন করে কৃষক আন্দোলন সহ ছাত্র যুব মহিলা দের গণতান্ত্রিক আন্দোলনে রাষ্ট্রের দমন পীড়ন নীতির বিরোধিতা করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊