Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেজেপিকে পাল্টা চ‍্যালেঞ্জ অভিষেকের! বাপের বেটা হলে নির্বাচনের আগে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব: অভিষেক



বেজেপিকে পাল্টা চ‍্যালেঞ্জ অভিষেকের! বাপের বেটা হলে নির্বাচনের আগে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব: অভিষেক





জয় শ্রীরামের পরিবর্তে জয় সিয়া রাম। নির্বাচনের আগে বাপের বেটা হলে জয় সিয়া রাম বলিয়ে ছাড়বেন বলে বলবেন বলেই হুঙ্কার দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দোপাধ‍্যায়। 



কোচবিহারের রাসমেলা ময়দানে বিজেপির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ ভোট শেষ হওয়ার আগে জয় শ্রী রাম বলতে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই হুঙ্কার দেন। আর তার পাল্টা কুলপির সভা থেকে দিলেন অভিষেক। তিনি বলেন,'যদি বাপের বেটা হই, ভোট শেষ হওয়ার আগে তোমাদের দিয়ে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব।' 


.


এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,'জয় শ্রী রাম না বলে জয় সিয়া রাম বলুন। আগে সীতা পরে রাম। বলার ক্ষমতা আছে? প্রতিটি সভায় বলুন দেখি। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করছি, জয় সিয়া রাম বলে সভা শুরু করুন।" তিনি আরো বলেন, "ওরা তা করবে না। কারণ ওরা মহিলাদের সম্মান দেয় না।' পাশাপাশি হুঙ্কার দিয়ে বলেন,'যদি বাপের বেটা হই, তোমাদের দিয়ে জয় সিয়া রাম বলিয়ে ছাড়ব। মহিলাদের সম্মান দিতে হবে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code