Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্ঘটনা থেকে শিক্ষা! ডুয়ার্সের বনাঞ্চলে টহলদারি বনদপ্তরের

দুর্ঘটনা থেকে শিক্ষা! ডুয়ার্সের বনাঞ্চলে টহলদারি বনদপ্তরের



ধূপগুড়ি, জয়ন্ত বর্মনঃ

দুর্ঘটনা থেকে শিক্ষা! ডুয়ার্সের বনাঞ্চলে টহলদারি বনদপ্তরের। সংরক্ষিত বনাঞ্চলে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে ব্যাপক টহলদারি মোরাঘাটের জঙ্গলে। 




গতকাল হলদিবাড়ি চা বাগান সংলগ্ন মোড়াঘট জঙ্গলের ভেতরে হাতির হামলায় মৃত্যু হয় তিন মহিলার। এই মৃত্যুর পরে প্রশ্ন উঠতে শুরু করেছিল সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে কিভাবে বহিরাগতরা প্রবেশ করছে। 



মাঝেমধ্যে দেখা যায় ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে জ্বালানি কাঠ ও গবাদি পশুর ঘাস কাটতে ঢুকে পড়ছে জঙ্গল লাগোয়া বনবস্তির বাসিন্দারা। যার জেরে মাঝেমধ্যেই ঘটছে মানুষ ও বন্যপ্রাণী সংঘাত। কিন্তু গত কালকের ঘটনা ইতিপূর্বে ডুয়ার্সের ইতিহাসে ঘটেনি। এই কারণেই এইরকম ঘটনা যাতে আর না হয় বনদপ্তরের নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। 

পাশাপাশি জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামে মাইকিং করে প্রচার চালানো হবে বলে মোরাঘাট রেঞ্জ সূত্রে খবর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code