বিবাহ অনুষ্ঠানে অভিনব উদ্যোগ নিল শিক্ষক
বিয়ের বৌভাতে অভিনব উদ্যোগ নিল শিক্ষক। আজকাল বিয়ে বাড়িতে প্লাস্টিকের ব্যবহার বেড়ে গেছে। সেই জায়গা থেকে অনেকটাই সড়ে দাড়ালো বাসন্তীর হাট কুমুদীনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সম্রাট দাস। তাঁর বিয়ের রিসেপশনে পরিবেশবান্ধবের ছোয়া পাওয়া গেল।
রবিবার, তার বিবাহ অনুষ্ঠানে মাটির গ্লাস, বাটি, কাপ, পাতিল ও কলাপাতার ব্যবহার করা হয়। প্রসঙ্গত গত বৃহস্পতিবার শিলিগুড়ি বাগডোগরায় সুজাতা ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সীমান্তবর্তী মহকুমা দিনহাটার বুড়িরহাটের বাসিন্দা সম্রাট দাস। সম্রাট দাস পেশায় শিক্ষক। রবিবার বিয়ের রিসেপশন সম্রাট দাস তার বাসভবনেই আয়োজন করে। আর সেই রিসেপশনে মাটির বাটি, গ্লাস, কলাপাতার প্লেটে ভোজন করানো হয়। বিয়েতে এই অভিনব উদ্যোগ দেখে বেশ আনন্দিত হন আমন্ত্রিতরা।
এদিনের এই বিবাহ অনুষ্ঠানে এই মাটির পাত্রের ব্যবহার দেখে ভালো উদ্যোগ বলে জানান অনেকেই। আবার বিশিষ্ট সাহিত্যিক শুভাশিষ দাস বিবাহের এই অনুষ্ঠানকে 'সম্মেলন' বলেও অভিহিত করেন। বিবাহ অনুষ্ঠানে পরিবেশ বান্ধবের ছোয়া দেখে বেশ আপ্লুত পরিবেশপ্রেমীরাও।
বিবাহ অনুষ্ঠানে অভিনব উদ্যোগ নিল শিক্ষক
Posted by Sangbad Ekalavya on Monday, February 8, 2021

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊