পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর সহায়তায় নেতাজির জন্মবার্ষিকী উদযাপন নিবেদিতা শিশুশিক্ষা নিকেতনে 



ময়না, মেদিনীপুর, সুজিত মন্ডল


পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এর সহায়তায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী উদযাপন হলো নিবেদিতা শিশুশিক্ষা নিকেতনে।


"আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব"- এই মন্ত্রে যিনি পরাধীন ভারত মাতার শৃংখল মোচনে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ময়না ব্লক উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মবার্ষিকী। এই উৎসবটি সুসম্পন্ন করে ময়না নিবেদিতা শিশু শিক্ষা নিকেতন ।


এই অনুষ্ঠানে নেতাজি র জীবন ও কর্ম বিষয়ক প্রদর্শনী ,সংগীত, নৃত্য ও আবৃত্তির আয়োজন করা হয়। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়না ব্লক সুভাষ উৎসব কমিটি ও ব্লক যুব ক্রীড়া আধিকারিক দোয়েল সামন্ত,ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি আবহাওয়া দাস , জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মদক্ষ শেখ শাহাজান আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী সুমিত কুমার দাস মহাশয়, এই স্কুলের প্রধান শিক্ষক অশোক মাইতি মহাশয় , স্কুল প্রতিষ্ঠাতা সম্পাদক বেণীমাধব জানা মহাশয় সহ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।