BREAKING NEWS: সুখবর! আগামী সপ্তাহ থেকেই শুরু ভ্যাকসিন প্রয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রকের 



করোনা ভাইরাসের দাপটে কুপোকাত বিশ্ব। প্রহর গুনছিল একটা ভ্যাকসিনের। ইতিমধ্যে ভারতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ডিসিজিআই। ইতিমধ্যে শেষ হয়েছে ড্রাই রানও। এবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব জানালেন, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে ভ্যাকসিন। তবে আপাতত জরুরী ভিত্তিতে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। 


এদিন স্বাস্থ্যসচিব বলেন, আগামী ১০ দিনের মধ্যে টিকাকরণ শুরু হবে। তবে এই টিকাকরণ হবে জরুরি ভিত্তিতেই। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, তিনি বলেন প্রথমদফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, প্রথম সারির যোদ্ধাদের প্রথম দুই পর্যায়ে টিকা দেওয়া হবে। এরপর ৫০-এর বেশি বয়সী আর তারপর কো- মর্বিডিটি থাকা ৫০-এর নীচে বয়সীরা সুযোগ পাবে।