ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে 



কিছুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বাড়িতে জিম করতে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ। উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় সৌরভ গাঙ্গুলিকে। তিনটি ব্লকেজ মেলে বুকে। বসানো হয় একটি স্টেন্ট। আরও দুটো স্টেন্ট বসানো হবে জানিয়েছিলেন চিকিৎসকরা। ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান সৌরভ। বাড়িতেই পর্যবেক্ষণে ছিলেন তিনি।এবার ফের অসুস্থ সৌরভ। 


জানা যাচ্ছে, আবার বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করা হল মহারাজকে। মঙ্গলবার রাত থেকেই বুকে অস্বস্তি বোধ করেন। বুধবার ফের বুকে ব্যথা অনুভব করায় গ্রিন করিডোর করে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। আপাতত CCU-তে নিয়ে গিয়ে প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হচ্ছে। চিকিৎসকরা তারপরেই সিদ্ধান্ত নেবেন। আজই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে কিনা।


এর আগে, সৌরভের চিকিৎসা করতে এসে ডাক্তার দেবী শেঠি জানান, সৌরভদের পরিবারে হার্টের অসুখের ইতিহাস রয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে সৌরভ-স্নেহাশিসদের। তিনি আরও জানিয়েছিলেন তিনি আগের মতোই সব কিছুই করতে পারবেন। ক্রিকেটও খেলতে পারবেন।