Latest Online Bengali News Portal

Breaking

Saturday, January 09, 2021

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, DA নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের



রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, DA নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের 



রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনালো রাজ্য সরকার। রাজ্যের সব কর্মচারী ১ লা জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে DA পাবেন। যাঁদের বেতন ২ লাখ টাকার বেশি, তাঁরাও এই DA পাবেন। নবান্নে সূত্রে জানা যাচ্ছে, এখন সকল কর্মীই ডিএ পাবেন। এর আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যাদের দুই লক্ষ টাকা পর্যন্ত বেতন তারাই ডিএ পাবেন। সেই সিদ্ধান্তে বদল আনলো রাজ্য। 


দীর্ঘদিন ধরেই DA নিয়ে টানাপোড়েন চলার পর বিভিন্ন কর্মী সংগঠন সরকারের কাছে এই নিয়ে আবেদন জানায়। ২০১৯ -এর ২৬ জুলাই স্যাট (SAT) নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA। 


এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারি হারে রাজ্যের কর্মীদের DA দিতে হবে। ওই রায় চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায় স্যাটে। বহাল থাকে ২০১৯ সালের রায়। বকেয়া ডিএ মেটাতে সময়সীমা বেঁধে দেয় স্যাট। সেখানে বলা হয়েছিলো ১৬ ডিসেম্বরের মধ্যে নবান্নকে বকেয়া ডিএ মেটাতে হবে।

No comments:

Post a Comment