‘Like’ বাটন সরিয়ে দিচ্ছে facebook!
বর্তমান প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ অনেকেই ফেসবুকে মেজে থাকেন। এবার সেই চেনা ফেসবুক বদলাতে চলেছে। ফেসবুকে পাবলিক পেজে আর থাকবে না ‘লাইক’ বাটন।
সোশ্যাল মিডিয়ায়‘লাইকে’র সংখ্যা দিয়েই জনপ্রিয়তম এই জগতে কৌলিন্যের বিচার হয়। কিন্তু এবার সেই অতি জরুরি বাটনই ফেসবুক তাদের পাবলিক পেজ থেকে তুলে দিতে চলেছে। বুধবার সংস্থার এক ব্লগ পোস্টে তেমনটাই জানানো হয়েছে।
ফেসবুক সংস্থা এবার থেকে সেলেব্রিটি কিংবা ব্র্যান্ডের পেজগুলিকে নতুন ভাবে ঢেলে সাজাচ্ছে। এখন থেকে ফেসবুকের পাবলিক পেজে কেবল ফলোয়ার সংখ্যা দেখা যাবে। নিউজ ফিডে সকলে নিজেদের মতামত জানাতে পারবেন। ফ্যানদের সঙ্গে সেখানেই যোগাযোগ রাখতে পারবেন সেলেবরা।
সম্প্রতি ফেসবুক জানিয়েছে, ‘‘আমরা ‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছি। ফোকাস রাখা হচ্ছে ফলোয়ারদের দিকে। লোকেরা যাতে তাদের প্রিয় পেজগুলির সঙ্গে আরও সহজে যোগাযোগ রাখতে পারে সেদিকে তাকিয়েই এমন পরিবর্তন করা হচ্ছে।’’
ফেসবুকে তরফ থেকে আরও বলা হয়েছে যে, পেজ ‘লাইক’ না করা থাকলেও ফলোয়ার হিসেবে সেই পেজের সব আপডেটই পাবেন ইউজাররা। এবার থেকে ফলোয়ার সংখ্যা দিয়েই কোনও সেলেব কিংবা ব্র্যান্ডের ফ্যান বেসকে বোঝা সম্ভব হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊