বার্ড ফ্লু রুখতে অ্যাডভাইজরি জারি করলো রাজ্য সরকার, জানুন বিস্তারিত
করোনা আবহের মাঝেই দেশের বেশ কয়েকটি রাজ্যে থাবা বসিয়েছে বার্ড ফ্লু। ফলে একটু নড়েচড়ে বসেছে কেন্দ্র থেকে দেশের রাজ্যগুলো। এই পরিস্থিতিতে বার্ড ফ্লু-র প্রকোপ থেকে বাঁচতে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ অ্যাডভাইজরি জারি করল রাজ্য সরকার।
অ্যাডভাইজরি-
- গ্লাভস, ফেস শিল্ডও পিপিই পরে পোলট্রিজাত জিনিস নিয়ে কাজ করতে হবে।
- কাজ শেষে এই সব সামগ্রী ফেলে দিতে হবে বা জীবাণুমুক্ত করতে হবে।
- কাজ করার সময় খাওয়া যাবে না।
- কাজ শেষে সাবান দিয়ে ভাল করে হাত ধুতে হবে।
- কোনও জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগি মারা গেলে অবিলম্বে তা জানাতে হবে প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য দফতরকে।
- সংক্রমিত এলাকায় গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধক ওষুধ খেতে হবে।
- পাখিদের উপর নিয়মিত নজরদারি রাখতে হবে।
দেশের দশ রাজ্যে অ্যাডভাইজরি জারি হবার পর এবার অ্যাডভাইজরি জারি করে সতর্ক করল রাজ্য। স্বাস্থ্য দফতর এই অ্যাডভাইসারি জারি করার পরই, সতর্ক আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
কেন্দ্রের পশুপালন দফতরকে ইতিমধ্যে সমন জারি করেছে কৃষি সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। স্থানীয় প্রশাসনকে নজর রাখতে হবে। গুজব ছড়াবেন না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊