পরিসংখ্যান পরিদর্শকের (স্ট্যাটিস্টিকস ইনস্পেক্টর) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি



পরিসংখ্যান পরিদর্শকের (স্ট্যাটিস্টিকস ইনস্পেক্টর) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে অসম পাবলিক সার্ভিস কমিশন। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট apsc.nic.in -এ গিয়ে আবেদন করতে পারবেন। 

পদের সংখ্যা : ৪৫

আবেদনের শেষ তারিখ : ১৭ ফেব্রুয়ারি, ২০২১।

ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১৯ ফেব্রুয়ারি, ২০২১।

বেতন: মাসে ২২,০০০ থেকে ৭৯,০০০ টাকা।

শিক্ষাগতযোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

আবেদনকারী প্রার্থীদের অতি অবশ্যই অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। অনলাইনআবেদন করার সময় রাজ্যের বাসিন্দার প্রমাণ হিসেবে পড়াশোনার জন্য দেওয়া PRC আপলোড করতে হবে। অথবা অসম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে।

বয়স:১/১/২০২১ অনুযায়ী, প্রার্থীর বয়স ২১ থেকে ৩৮-এর মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন। এছাড়া অসম সরকারের ইকোনমিকস ও স্ট্যাটিসটিকাল সার্ভিস বা অন্য দফতরে নিচু পোস্টে কর্মরত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। তাঁদের বয়সের ঊর্ধ্বসীমা ৪০।

আবেদনফি:২৫০ টাকা। 

সাম্প্রতিক তথ্যের জন্য নিয়মিত অসম পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চোখ রাখতে হবে।