হামলার আশঙ্কা! রাজ‍্যের পাঁচ স্টেশনে জারি রেড অ্যালার্ট


একদিন বাদেই দেশের প্রজাতন্ত্র দিবস। আর তার আগে রাজ‍্যে পাঁচ স্টেশনে জারি হল রেড অ্যালার্ট। বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদ্দিন হামলা চালাতে পারে বলেই অনুমান করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জঙ্গিপুর, নিউ ফরাক্কা, মালদা, সাহেবগঞ্জ, জামালপুর স্টেশনে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ স্টেশনেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে।



জানআ যাচ্ছে ইতিমধ‍্যে চেকিং চালু করে দিয়েছে জিআরপিএফ ও আরপিএফ। পাশাপাশি যাত্রীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি রিজার্ভেশন ছাড়া কাউকেই রবিবার থেকে আর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশন খালি করে সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে।প্ল্যাটফর্মে নামা ও দাঁড়িয়ে থাকা যাত্রীদের ব্যাগ চেক করছে পুলিশ। এককথায় কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না রেল। 


গোয়েন্দা সূত্রে খবর পেয়েই এই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। হামলার লক্ষ্য মালদহ ডিভিশনের পাঁচটি স্টেশন। নিরাপত্তার দায়িত্বে থাকা রেল আধিকারিকদের খবর দেওয়া হলেই তৎপর হয়ে ওঠে রেল। ট্রেন চলাচলের পর ট্র্যাকও চেক করা হয়। নিউ ফরাক্কা স্টেশনে দেখা যায় কাকভোরেই ক্রাইম ব্রাঞ্চের একটি দল পৌঁছে গিয়েছে। নিরাপত্তা ব্যবস্থা–সহ সব কিছু খতিয়ে দেখতে শুরু করেছে। স্টেশনের ঢোকার মুখে কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সবমিলিয়ে নিরাপত্তার চাঁদরে মোড়া হয়েছে।