গোষ্ঠী কোন্দলের জের, জেলা সভাপতি সহ ১৪ জনকে শো-কজ করলো বিজেপি



বর্ধমানে গোষ্ঠীকোন্দলের জেরে জেলার এক ঝাঁক নেতাকে শোকজ করলো বিজেপি। জানা গেছে, বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশেই মোট ১৪ জনকে শো-কজ করলেন রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।


এদিনের এই নোটিসে উল্লেখ করা হয়েছে, ২১ জানুয়ারি বর্ধমান জেলা দলীয় কার্যালয়ে নিজেদের মধ্যে মারামারি, সংঘর্ষে জড়িয়ে পড়েন সদস্যরা। যা অত্যন্ত উদ্বেগের বিষয়, দলের শৃঙ্খলা ভঙ্গকারী। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ৭ দিনের মধ্যে এই শো-কজ নোটিসের জবাব চাওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না হলে, ভারতীয় জনতা পার্টির সংবিধানের ২৫এ ও ২৫সি অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কারের পথে হাঁটতে পারেও বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। 


বর্ধমানের গোষ্ঠী কোন্দলের ঘটনার জেরে এই শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার বর্ধমানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, ভাঙচুর হয় বর্ধমান শহরে নতুন উদ্বোধন হওয়া বিজেপির দলীয় কার্যালয়ে। কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করে দলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শো-কজ করার কথা জানান প্রতাপ বন্দ্যোপাধ্যায়।