১০০০০টাকায় SAMSUNG এর দুর্দান্ত ফোন, জানুন ফিচারস
মধ্যবিত্তদের দামি মোবাইল কেনা কষ্টকর। কিন্তু এখন মোবাইল বা স্মার্টফোন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। তাই ভালো ফিচারস সহ অল্প মূল্যে ভালো ফোন নেওয়াই মধ্যবিত্তদের লক্ষ্য। মধ্যবিত্তের মন কাড়তে লঞ্চ হল Samsung Galaxy M02s। দাম মাত্র দশ হাজার টাকা। ব্যাটারি ৫০০০ mAh। রয়েছে ১৫ওয়াট ফাস্ট চার্জিং। ইতিমধ্যে নেপালে লঞ্চ হয়েছে Samsung Galaxy M02s।
Samsung Galaxy M02s
মূল্য: দশ হাজার টাকা
ব্যাটারি ৫০০০ mAh। রয়েছে ১৫ওয়াট ফাস্ট চার্জিং।
এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 SoC।
ট্রিপিল ক্যামেরা সেটআপ রয়েছে Samsung Galaxy M02s।
ভারতে ৩ জিবি র্যাম + ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা।
৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা।
কালো নীল ও লাল রঙে পাওয়া যাবে amsung Galaxy M02s।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊