হাতে মমতা বন্দোপাধ‍্যায়ের ছবি, বিজেপিতে যাওয়ার জল্পনা, তৃণমূল প্রাথমিক সদস‍্য থেকেও ইস্তফা রাজীবের



তৃণমূলের প্রাথমিক পদ থেকেও ইস্তফা দিলেন রাজীব বন্দোপাধ‍্যায় 


বিধানসভার প্রাক্কালে একের পর এক ধাক্কা ঘাসফুল শিবিরে। একে একে একাধিক নেতা মন্ত্রী দল ত‍্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন রাজীব বন্দোপাধ‍্যায়। মন্ত্রীত্ব থেকে ইস্তফা দেওয়ার আগে ফেসবুক লাইভে এসেও তোপ দেগেছিলেন তিনি। তারপরেই ইস্তফা দেন মন্ত্রীত্ব। এরপর গতকাল বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার পর তৃণমূলের প্রাথমিক সদস‍্য পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। 




শুক্রবার ইস্তফা দেওয়ার পর তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরোতে দেখা যায় তবে। তৃণমূলের প্রাথমিক সদস‍্য পদ থেকে সড়ে দাড়ালেও বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা জানাননি তিনি। তবে মানুষের পাশে আছেন, আর এরজন‍্য কোনো দলের ছত্রছায়ায় থাকতে হবে বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার বেলা পৌনে বারোটা নাগাদবিধানসভায় যান তিনি। স্পিকারের ঘরে গিয়ে জমা দেন পদত্যাগপত্র। তিনি জানান, বিধায়ক পদে ইস্তফা দিয়েছি অধ্যক্ষের হাতে। কিছু প্রশ্ন ছিল। উত্তর দিয়েছি। খতিয়ে দেখবেন। তাঁকে ধন্যবাদ জানিয়েছি।




বিধানসভা থেকে বেরনোর সময় রাজীবের হাতে ছিল বিধানসভায় রাজীবের হাতে থাকা মমতার ছবি। এবিষয়ে তিনি বলেছেন, দলনেত্রীকে কৃতজ্ঞতা জানাই... নেত্রী আমার কাছে মাদার ফিগার... তাঁর ছবি আমার সঙ্গে থাকবে। গাড়িতে চড়ে বিধানসভা থেকে বেরিয়ে যান রাজীব। তার কয়েকঘণ্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেই তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ছেড়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। লেখেন, তৃণমূলের সদস্যপদ-সহ সমস্ত পদ থেকে আমি এই মুহূর্তে ইস্তফা দিচ্ছি। আমাকে যে চ্যালেঞ্জ ও সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞ। এই দলের সদস্য হিসেবে কাটানো সময় আমার কাছে মূল্যবান হয়ে থাকবে।