IRIS Home Fragrances এখন কলকাতার Acropolis Mall-এ
কলকাতা ২৭ জানুয়ারি ২০২১: ভারতের অগ্রণী লাইফস্টাইল স্প্যাটিয়াল ফ্যাগৱেশ ব্যান্ড, আইরিশ হােম ফ্র্যাগরেন্সেস এবার তার উপস্থিতিকে চিহ্নিত করল কলকাতার প্রিমিয়াম অ্যাক্রোপলিস মল-এ। আইরিশ হল রিপল ফ্র্যাগরেন্সেস এর একটি ব্র্যান্ড। এটি এন আর গুপ-এর আগরবাতি থেকে অ্যারােস্পেস পর্যন্ত বহু-সমন্বিত উৎপাদিত প্রােডাক্টের স্প্যাটিয়াল ফ্র্যাগরেন্স বিভাগের একটি ব্র্যান্ড। এন আর গ্রুপ বিশ্বের বৃহত্তম ধূপকাঠির ব্র্যান্ড, সাইকেল পিওর আগরবাতি’র কারণেও বিখ্যাত।
আইরিশ ভারতে তার হােম ফ্রাগরেন্স মার্কেটের সূচনা করেছে তার আদর্শ ফ্র্যাগরেন্স গুলিভারি সিস্টেম ও ফেঞ্চ ল্যাভেন্ডার, কোরাল রু, অ্যাপল সিনামন ইত্যাদি বিভিন্ন মনােরম সুগন্ধী'র সাহায্যে।
আইরিশ ভারতে হােম, হােম টাউন, শপার্স স্টপ, লাইফস্টাইল ইত্যাদির মত সমস্ত বড় হােম ইমপুভমেন্ট ও লাইফস্টাইল চেন-এ উপস্থিত রয়েছে। এটি স্পেন্সার ও মেট্রো’র মত হাইপার মার্কেট চেনএও উপস্থিত। আইরিশ অ্যারােমা বুটিক নামে আইরিশের নিজস্ব ৬টি বুটিকও রয়েছে। নামী হোেটল ও কর্পোরেট সংস্থাগুলি আইরিশ ব্র্যান্ডের প্রােডাক্ট ব্যবহার করে থাকে অ্যাম্বিয়েন্স তৈরি ও গিফটিং সলিউশন হিসেবে।
সম্প্রসারণকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য আইরিশ সুপরিচিত মল গুলিতে কিস্ক ফরমটি-এ তাদের প্রােডাক্ট বিক্রির ব্যবস্থা করেছে। বাঙ্গালােরের বাইরে এটি হল এই ধরণের প্রথম পরীক্ষামূলক ব্যবস্থা। কলকাতার অ্যাক্রোপলিস মল-এ এই কিয়স্কটি বসানাে হয়েছে প্রথম তলে। এখান থেকে আইরিশ-এর রিড ডিফিউজার, ফ্রাগরেন্স ভেপারাইজার, ফ্রাগরেন্স শ্যাশে, গিফট, পেটিপৌরি, অ্যারােমেটিক ক্যান্ডেল, আল্টা সােনিক মিসস্টারস ও লাক্সারি সাবানের মত বিখ্যাত রেঞ্জের প্রােডাক্ট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
এই কিয়স্ক আজ উদ্বােধন করলেন রিপল ফ্র্যাগরেন্সেস -এর চিফ বিজনেস ক্রিয়েটর অনীক ব্যানার্জি।
About NRRS:
The Mysuru-based NR Group was founded by Shri N. Ranga Rao in 1948. A true visionary and philanthropist, Shri. Ranga Rao created the ubiquitous Cycle Pure Agarbathies which has today become the largest selling incense brand in the world. From a homegrown enterprise, NR Group has evolved into a successful run business conglomerate with an established presence in India and abroad. The Group has diversified into various business categories like functional air care products (Lia brand of room fresheners and car-fresheners), wellness home fragrance products (IRIS) under Ripple Fragrances, floral extracts (NESSO) and Rangsons Technologies. Today it is truly an Agarbathi to Aerospace conglomerate as it is also involved in making parts for defense helicopters. The organization has largely committed towards social responsibilities and fulfills them, through its charitable arm ‘NR Foundation’. The NR Group today is managed by the third generation of the Ranga family. For more information on NR Group, please visit http://www.nrgroup.co.in/
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊