ওকড়াবাড়ীতে বসলো অস্থায়ী পুলিশ ফারি, বাজার এলাকায় নিষিদ্ধ রাজনৈতিক মিছিল-মিটিং
১লা জানুয়ারী তথা শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটার অদূরেই ওকড়াবাড়ী। শুক্রবার এই কোন্দলের জেরে গুলিবিদ্ধ হয় এক ব্যবসায়ী। এরপর শনিবার পাঁচ দফা দাবি নিয়ে রংপুর রোড অবরোধ করে বসে ওকড়াবাড়ী ব্যবসায়ী সমিতি। দীর্ঘ ১০ ঘন্টা অবরোধ ও বাজার ধর্মঘট পালনের পর দিনহাটা থানার আইসি ব্যবসায়ী সমিতির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে খোলে দোকানপাট। যদিও, সাধারন মানুষের ভীতির জেরে সেদিনের বাজারও সন্ধ্যাতেই বন্ধ হয়ে যায়।
এরপর, রবিবার ঠিকঠাক বাজার চললেও ফের সন্ধ্যা বেলা উত্তপ্ত হয়ে ওঠে কোন্দল। অবশেষে দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর, গতকাল সোমবার ওকড়াবাড়ী বাজারে অস্থায়ী পুলিশ ফারির ব্যবস্থা করে প্রশাসন। পাশাপাশি, দিনহাটা ১নং ব্লক প্রশাসনের তরফে আগামী ১৫দিন ওকড়াবাড়ী বাজার এলাকায় মিছিল, মিটিং, সমাবেশ-সহ যেকোনো রাজনৈতিক কর্মসূচী নিষিদ্ধ করে।
সোমবার, প্রশাসনের তরফে ওকড়াবাড়ী অঞ্চল এলাকায় একটি গাড়ি প্রশাসনের এই নির্দেশ প্রচার করে। স্থানীয় মানুষজন ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, উত্তপ্ত পরিবেশে একদিকে যেমন ব্যবসায়ী ক্ষতি তেমনই যাতায়ত ও জীবনযাপনেও যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়। ফলে প্রশাসনের এই পদক্ষেপ সাধুবাদ জানিয়েছেন তাঁরা। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে তাঁদের দাবি মেনে নেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊