অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণ ও পরিক্ষণ শিবির
তিন দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ ও পরিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি ব্লকে। রবিবার সকাল থেকে জল্পেশ লক্ষিকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই শিবির অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন রবিবার জল্পেশ বাজারে পরে থাকা আবর্জনা পরিস্কার করা হয় সংগঠনের পক্ষ থেকে। এবং সোমবার জল্পেশ সংলগ্ন জর্দা নদীতে ছাত্রদের ট্রেনিং করা হয়। এই প্রশিক্ষণ ও পরিক্ষণ শিবির মঙ্গলবার সমাপ্তি হবে বলেও জানান তারা। উপস্থিত রয়েছেন কলকাতা থেকে আসা গ্যান্ড মাস্টার যশন্ত ঠাকুর সহ বিভিন্ন প্রশিক্ষকেরা ।
আজাদ হিন্দ সেচ্ছাসেবক পরিষদের পক্ষ থেকে এই শিবির অনুষ্ঠিত হয়
অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষন ও পরীক্ষন শিবির
Posted by Sangbad Ekalavya on Monday, January 4, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊