অন্ধকারে ডুবে পাকিস্তান !



অন্ধকারে ডুবে পাকিস্তান !



শনিবার রাতে হঠাৎই অন্ধকারে ডুবে যায় পাকিস্তান। সারা দেশে এদিন সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয় ঘটে। স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে করাচি, লাহৌর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার, মুলতান, কোয়েটা, ফয়সলাবাদ, মুজফ্ফরগড়, নারোয়াল, ভাক্কার, কবিরওয়ালা, খানেওয়ালা, ভাওয়ালপুর এবং সুক্কুর-সহ দেশের ১১৪টি শহরে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এর জেরে অন্ধকারে ডুবে যায় প্রায় পুরো পাকিস্তান। 


বালুচিস্তানের ২৯টি জেলায় নেই বিদ্যুৎ সংযোগ, নেই মোবাইল ও ইন্টারনেট সংযোগ। এমনকি জানা যাচ্ছে, জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরেও কোনও বিদ্যু‌ৎ নেই। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে খবর। 


৫০০ কেভিএ ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই বিঘ্ন বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপ্যাচ কোম্পানির বিদ্যুৎ সংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয়ের কারণে গোটা দেশ জুড়ে ব্ল্যাক আউট। ইতিমধ্যে ব্লাক আউট নিয়ে টুইট করতে চোখে পড়েছে পাকিস্তান থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ