Latest News

6/recent/ticker-posts

Ad Code

আমরা সরকারে আসছি, তৃণমূলে আর কেউ থাকতে চাইনা- চা চক্রে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ




আমরা সরকারে আসছি, তৃণমূলে আর কেউ থাকতে চাইনা- চা চক্রে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ




মেচেদা PWD মাঠে আরএসএস সংগঠনের প্রার্থনায় যোগদান করেন মেদিনীপুরের সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেছেদা ইসকন মন্দিরে গিয়ে আরতি করতে দেখা যায় দিলীপ ঘোষকে। পরে মেছেদা প্রায় দুই কিলোমিটার সকালে পায়ে হাঁটেন। এরপর মেছেদা শান্তিপুর এলাকায় চা চক্রে যোগ দেন দিলিপ ঘোষ। 


সেখানে দিলিপ ঘোষ বলেন যে আমরা গ্রাম বাংলার মানুষ। সকালে হাঁটা উচিত। করোনার সময় আমরা বা আমি বিশেষ করে করোনাকে ভয় পাইনি, টাটকা সবজি,সাগ, গাছের ফল পাকুর খাই আমাদের শরীরে কিছু হবে না। যারা বেশি ভয় করেছে করোনা কে তারাই মরেছে। নতুন বছরে আমরা সরকারে আসছি। তৃণমূলে আর কেউ থাকতে চাইনা। এজন্যই যারা ভালো সবাই বিজেপিতে চলে আসছে। আমাদের পরিবার বড় পরিবার সকলকে স্বাগতম।


তিনি আরও বলেন, এক সময় আমি যখন নন্দীগ্রামে যেতাম তখন আমাকে যারা আটকাতো আজকের তারাই বিজেপিতে জয়েন করবে। এই তৃণমূল নামক কোম্পানি উঠে যাবে। ওই দলের পিসি ভাইপো ছাড়া আর কেউ থাকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code