মাদক মামলায় গ্রেফতার অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের সাথে মাদক যোগ সামনে আসে। একে একে অনেক জল গড়িয়েছে। নাম জড়িয়েছে একাধিক নামি অভিনেতা- অভিনেত্রীর। পাশাপাশি তাঁদের ম্যানেজার কিংবা ভাই- বোনও। এবার এনসিবি-র হাতে গ্রেফতার হলেন অভিনেত্রী দিয়ার মির্জার প্রাক্তন ম্যানেজার রাহিলা ফার্নিচারওয়ালা। গ্রেফতার করা হয়েছে রাহিলার বোন শায়িস্তাকেও। পাশাপাশি জানা যাচ্ছে তাঁদের কাছে গাঁজাও উদ্ধার হয়েছে।
বলিউডে মাদক যোগ মামলার তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো শনিবার মুম্বইয়ের বান্দ্রা এলাকায় তল্লাশি চালিয়ে দুই ভারতীয় ও দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করে। ধৃত দুই ভারতীয় মধ্যে একজন রাহিলা ফার্নিচারওয়ালা এবং অপরজন তাঁর বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা।
সূত্রের খবর, তল্লাশি চালাতে গিয়ে যশবন্ত হাইটস নামে একটি বিল্ডিংয়ে বেশকিছু ক্যুরিয়ার বাজেয়াপ্ত করা হয়। যে ক্যুরিয়ারগুলি থেকে মোট ২০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এর আগে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের পরিচালক বন্ধু ঋষিকেশ পাওয়ারকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। যদিও তিনি নিখোঁজ বলেই খবর। খোঁজ চালাচ্ছে এনসিবি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊