অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও বিশ্বকাপ সোনাজয়ী ভারতীয় হকি খেলোয়াড় মাইকেল কিন্ডো প্রয়াত
ভারতের ১৯৭৫ হকি বিশ্বকাপ জয়ী এবং ১৯৭২ সালের অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী দলের সদস্য মাইকেল কিন্ডো বয়স-সম্পর্কিত অসুস্থতার কারণে বৃহস্পতিবার একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩। তাঁর স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রয়েছেন। বৃহস্পতিবার ৩.৩০টে নাগাদ রউরকেল্লায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কিন্ডো ১৯৭২ সালে অর্জুন পুরষ্কারে ভূষিত হয়েছিল।১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ভারতের ব্রোঞ্জজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কিন্ডো। ১৯৭৫ সালে কুয়ালালামপুর বিশ্বকাপে ভারতের হয়ে সোনা জেতেন। রাউরকেল্লার ইস্পাত জেনারেল হসপিটালে বার্ধক্যজনিত সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন তিনি। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতের হকি দলের তরফে প্রাক্তন খেলোয়াড়ের প্রয়াণে শোক প্রকাশ করা হয়েছে। ভারতের হকি দল টুইট করে জানিয়েছে, “আমাদের প্রাক্তন হকি খেলোয়াড় ও ১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী মাইকেল কিন্ডোর প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊