জোর ধক্কা জেলা ঘাসফুল শিবিরে,মজবুতির পথে পদ্ম!
SER-23,বাঁকুড়া,১৩জানুয়ারী:
ভাঙ্গন ধরল বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসে। এবার পদত্যাগ করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম মিশ্র । গত ১১জানুয়ারী তিনি পদত্যাগ পত্র প্রেরণ করেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরার নিকট । পদত্যাগ করার পরই তিনি , মঙ্গলবার আসানসোল বিজেপির উদ্যোগে দুর্গাপুরে অনুষ্ঠিত শুভেন্দু অধীকারির এক সভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিজেপিতে। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার । তার এই যোগদান অনুষ্ঠানে তার অনুরাগীদের ভীড় ছিল চোখে পড়ার মতো ।
পদত্যাগ বিষয়ে গৌতম মিশ্র বলেন, দিদির অনুপ্রেরণায় অনেক আশা নিয়ে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেছিলাম। দল এবং আইপ্যাক টিমের তরফে আমাকে বড়জোড়ায় কাজ করতে বলা হয়। কিন্ত আমি সম্প্রতি লক্ষ্য করছিলাম কোনো এক অজ্ঞাত কারণে বড়জোড়ার দলীয় কর্মসূচি থেকে আমাকে বাদ দেওয়া হচ্ছিল । বিষয়টি আমি জেলা তৃণমূল কংগ্রের সভাপতিকে জানানোর পরও কোনো ফল হয়নি।ফলে আমি নিজে অপমানিত বোধ করছিলাম ।এবং এর প্রতিবাদ স্বরূপ আমি আমার পদ এবং দলের সংগে সবরকম সম্পর্ক ছিন্ন করলাম । ছাড়াও তিনি বলেন আমি মানুষের পাশে থাকতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই ।
Posted by Sangbad Ekalavya on Wednesday, January 13, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊