প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে করোনা, আশঙ্কা WHO -এর



প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে করোনা, আশঙ্কা WHO -এর




করোনার কবল থেকে বেঁচে ২০২১-এ নতুন সূর্যের দিশা দেখতে প্রস্তুত হয়েছে বিশ্ববাসী। কিন্তু সেই নতুন সূর্যের নতুন আলোয় আলোকিত হওয়া কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন দাড় করিয়ে দিল বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা। কোভিড ১৯-এর দ্বিতীয় বছর আরও বেশি ভয়ানক হতে পারে, এমনই আশঙ্কা বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার। ক্টর মাইকেল রায়ান বলেন, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে মারণ ভাইরাস।



মাইকেল রায়ানের কথায়, দ্বিতীয় বছরে ভাইরাসের গঠনগত পরিবর্তন হচ্ছে। যা থেকেই এই আশঙ্কা। এদিকে ইতিমধ‍্যে ভ‍্যাকসিন তৈরি হয়ে গেছে, একাধিক দেশে শুরু হয়ে গিয়েছে ভ‍্যাকসিনের প্রয়োগ শুরু হয়ে গেছে। তবে ভ‍্যাকসিন আবিষ্কার হলেও অনাক্রমতা নিয়েও আশঙ্কার কথা শুনিয়েছেন হু বিজ্ঞানী। 



বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিন বাজারে এলেও এই বছর অনাক্রমতা তৈরি হবে না। মানতে হবে করোনাবিধিও। তাঁর কথায়, “২০২১ সালে জনসংখ্যাগত ভাবে অনাক্রমতা বা কঠোর অনাক্রমতা তৈরি হবে না। তাই করোনাবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব, হাত ধোওয়া, মাস্ক পরতে হবে।’’ দ্রুত স্বাভাভিক জীবনে ফিরতেও সতর্ক করেছেন তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ